সাংবাদিক মোঃ আজিজুল হক তালুকদার ::
আলোচনা,দু’আ ও সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণের মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২০ মার্চ) কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরির নিচ তলায় আসর নামাজের পর হতে সন্ধ্যা পর্যন্ত নানাবিধ বিষয়াদি উপস্থাপনের মাধ্যমে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রশিক্ষণার্থী মাহদী হাসানের কোরআন তেলাওয়াত ও সাংবাদিক সংস্থার সভাপতি সাংবাদিক শফিক কবীরের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ার বৃহত্তম ঈদগাহ ঐতিহাসিক শোলাকিয়া মাঠের ইমাম মুফতি মাওলানা একেএম ছাইফুল্লাহ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের সাবেক সভাপতি, কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট লেখক মুআ লতিফ।
অন্যান্যদের মধ্যে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি,নিউজ একুশে অনলাইন ভার্সনের সম্পাদক ও প্রকাশক সাইফউদ্দীন আহমেদ লেনিন, দৈনিক আমার দেশ পত্রিকা ও জিটিভির প্রতিনিধি মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, ইউএনবির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম ফকির মতি,আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মাসুদ ইকবাল, বিআরডিবির উপপরিচালক, ভোরের আলো সাহিত্য আসরের প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাফিজুর রহমান ভুইয়া, ভোরের আলোর সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার কবি মোতাহের হোসেন,সহসভাপতি আবদুল হালিম তালুকদার, জাতীয় সাংবাদিক সংস্থার সিনিয়র সহসভাপতি ও মহিনন্দ ইতিহাস ওইতিহ্য সংরক্ষণ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো: আমিনুল হক সাদী ও সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান বক্তব্য রাখেন।
তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সহসভাপতি ও সংস্থার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আলী রেজা সুমন,নাগরিক টিভির জেলা প্রতিনিধি রাকিবুল হাসান রোকেল, মুভি বাংলা টিভি চ্যানেলের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির, শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদ স্মৃতি গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সাংবাদিক সংস্থার সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী মোঃ আবু সাঈদ, দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার সিনিয়র স্টাফ ও সাংবাদিক সংস্থার জেলা কমিটির সদস্য আসাদুজ্জামান আসাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবুল ভুইয়া, বাউল শিল্পী কবির সরকার, ভোরের আলোর সাংস্কৃতিক সম্পাদক মাজাহারুল ইসলাম প্রমুখ।
লেখক,তথ্যসংগ্রাহক ও সংবাদকর্মী রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় আলোচনা সভা, সংবাদ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ, মোনাজাত ও ইফতারি পরিবেশন করা হয়।
উল্লেখ্য যে, জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিবছর ১০,১১ ও ১২ ফেব্রুয়ারি সংবাদ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা করে আসছে। কিন্তু অনিবার্য কারণ বশতঃ এটি ফেব্রুয়ারি মাসের ২৫,২৬ ২৭ তারিখ করতে হয়েছে, যা সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠার ৪৪ বছরের মধ্যে ব্যতিক্রম। অনুষ্ঠানে শিক্ষানবিশ সাংবাদিকদের প্রতি স্বচ্ছলতা,বস্তুনিষ্ঠতা তথা সততার ওপর গুরুত্ব আরোপ করে আলোচকরা বক্তব্য রাখেন এবং কারো কাছ থেকে কোনো কথা শুনে তা যাছাই না করেই গুজবের ওপর ভিত্তি কোনো রিপোর্ট তৈরি করা ও প্রকাশ করা যাবে না বলে সতর্ক করেন তারা।
অনুষ্ঠান শেষে দুআর মাধ্যমে বিশ্বমুসলিম উম্মাহসহ ওপর শান্তি ও রহমত কামনা করা হয় এবং বাংলাদেশের রাষ্ট্রীয় স্থিতিশীলতা তথ্য জাতীয় ঐক্যের জন্য বিশেষভাবে দু’আ করেন ঐতিহাসিক শোলাকিয়া মাঠের ঈমাম মুফতি মাওলানা একেএম ছাইফুল্লাহ। দু’আ শেষে উপস্থিতদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
Leave a Reply