আজিজুল হক তালুকদার ::
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১শে মার্চ) বিকাল পাঁচ ঘটিকায় আজমানের একটি পার্কে বাংলাদেশিদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।
লিয়াকত আলী মোল্লার সভাপতিত্বে,স্বপনসরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,মোঃআলী হোসেন,সাদ্দাম,রাসেল,ইসমাইল, আশিক,আঃমোতালিব,শাকিল,আতিক,মিজান,সাকাওত,শান্ত কোমার,শহিদুল ইসলাম,সানাউল্লাহ, প্রমুখ।
লিয়াকত আলী মোল্লা বলেন,প্রবাস জীবন আকর্ষণীয় হলেও পেছনে থাকে অন্যকিছু। কেউ হয়তো কর্মজীবনের কিছু সময়ের জন্য প্রবাসী হন, আবার কেউ সারা জীবন কাটাতে। এ জীবন কারো জন্য সুখের, কারো জন্য দুঃখের। দেশ থেকে মানুষ বিদেশ যায় দেশের মানুষগুলোকে ভালো ও আনন্দে রাখার জন্য। দেশের অর্থনীতিকে সচল রাখা ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রেও প্রবাসীদের ভূমিকা কম নয়।
প্রবাসের কর্মজীবিরা মা-বাবা, ভাই-বোন, স্ত্রী-সন্তানকে ভালো রাখার জন্যই রাত-দিন পরিশ্রম করে থাকেন। তাই প্রবাসের জীবন একটু ভিন্ন।
Leave a Reply