আজিজুল হক তালুকদার :: গাজীপুর সদর প্রেসক্লাবের বার্ষিক নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ও শতাধিক শিক্ষার্থী আহত হবার কারণে এবারের আয়োজনে ছিল না কোন অনাড়ম্বর আয়োজন কিংবা মনোরঞ্জনের জন্য গান আড্ডার ব্যবস্থা। বরং উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ও আহত শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করা হয়। এর আগে গাজীপুর সদর প্রেসক্লাবের সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উত্তরায় বিমান বিধ্বস্তে নিহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতাও পালন করা হয়। মঙ্গলবার (২২ জুলাই) গাজীপুরের কাপাসিয়ার রাণীগঞ্জের শীতলক্ষ্যা নদীতে এই নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়। এরপর নৌকাযোগে নদীপথ ঘুরে ধাধার চরে মধ্যাহ্ন ভোজ সারেন গাজীপুর সদর প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা। নৌকা ভ্রমণে গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার মো. আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীরের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দৈনিক আমার প্রাণের বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক সগির উদ্দিন,দৈনিক মুক্ত কাগজের সম্পাদক ও প্রকাশক হাফিজুর রহমান,গাজীপুর সদর প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর সনজু,যুগ্ম-সাধারণ সম্পাদক হারুন অর রশিদ,কোষাধ্যক্ষ মনির শেখ,ইঞ্জিনিয়ার মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু হুরায়রা,রুহুল আমিন,এলিজা পারভীন লিজা,আবু তারেক আকন্দ পলাশ,আল আমিন রতন,আবু কালাম,বিলকিস আক্তার,জেমি শেখ,আতিকুল হুসাইন প্রমূখ। নৌকা ভ্রমণে সংক্ষিপ্ত এক বক্তব্যে গাজীপুর সদর প্রেসক্লাবের সভাপতি মো. আবু বকর সিদ্দিক বলেন,আমাদের নৌকা ভ্রমণটি ছিল পূর্ব নির্ধারিত সকল কেনাকাটা শেষ হবার পর আমরা দেশের এমন একটি বিপর্যয়ের কথা শুনি। চেষ্টা করেছিলাম ভ্রমণটি স্থগিতের যা শেষ পর্যন্ত সম্ভব হয়ে উঠেনি। তাই এই নৌকা ভ্রমণে উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ও আহতদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।সাংবাদিকরা সব সময় খবরের পেছনে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে উঠেন তাই আমরা নৌকা ভ্রমণে প্রকৃতির খুব কাছে এসেছি,চেষ্টা করেছি প্রকৃতির সাথে মিশে যেতে। ২০১৩ সালে প্রতিষ্ঠার পর থেকেই আমরা নৌকা ভ্রমণ অব্যাহত রেখেছি আশা করছি পরবর্তীতেও গাজীপুর সদর প্রেসক্লাব নেতৃবৃন্দ এই ধারা অব্যাহত রাখবে।
Leave a Reply