 
																
								
                                    
									
                                 
							
							 
                    
আজিজুল হক(তালুকদার) : প্রবাসী বাংলাদেশী নারীদের সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব,আমিরাতে বর্ণাঢ্য আয়োজনে সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৪অক্টোবর) বিকাল পাঁচ ঘটিকায় আজমানের উম্মে আল মুমিনীন ওমেন’স অ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান, আমিরাতে প্রবাসী নারীরা পরিবারসহ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
লাবন্য আদিলের সভাপতিত্বে,তন্বী সাবরিন ও মহিউদ্দিন টিটুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরিফা সৈনিক, উপদেষ্টা লেডিস ক্লাব আমিরাত।
ক্লাবের অন্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি সারমিন রাখী,সাধারণ সম্পাদক নাসরিন আক্তার,সাংগঠনিক সম্পাদক মহেসিনা সুলতানা তানিয়া, এবং সদস্যবৃন্দ নাসরিন সুলতানা, নাজমুন নাহার বুবলী, নাজ নাজমা প্রমূখ।
সভাপতি লাবন্য আদিল বলেন, ‘ব্যস্ত প্রবাস জীবনে আমরা শুধুমাত্র আনন্দ-বিনোদনের জন্য অনুষ্ঠান করি না। আমরা চাই, এই ক্লাব হোক প্রবাসে নারীদের জন্য একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম, যেখানে তারা একে অপরের পাশে দাঁড়াবে, সহমর্মিতা গড়ে তুলবে এবং দেশের সংস্কৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মে ধরে রাখবে।’
তিনি আরও বলেন, ‘সাতটি বছর পেরিয়ে আজ আমরা যে জায়গায় পৌঁছেছি, তা ক্লাবের প্রতিটি সদস্যের আন্তরিকতা, নিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার ফল।’
Leave a Reply