 
																
								
                                    
									
                                 
							
							 
                    
নিজস্ব প্রতিবেদক::
নার্সিং প্রশাসনসহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ও বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি (বিএমএস)।
সারাদেশে একই কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যেগে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে এ দু’টি সংগঠন যৌথ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ কামরুল হাসান, বিএনএ’র সাবেক সভানেত্রী কামরুন্নাহার, সহ-সভাপতি মো. আশিক মিয়া, সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল মিয়া,কোষাধ্যক্ষ মোঃ আবদুল মতিন, নার্সিংসেবায় জাতীয়ভাবে পুরস্কারপ্রাপ্ত কিশোরগঞ্জ জেলা পাবলিক হেলথ নার্স এর কর্মকর্তা নাজমুন্নাহার, নার্সিং কলেজের অধ্যক্ষা নীলিমা রাণী বর্মণ, নার্সিং কর্মকর্তা মোহািমিনুল ইসলাম, মিডওয়াইফারি স্বাস্থ্যবিষয়ক প্রতিনিধি রেহেনা আক্তার, ছাত্র-ছাত্রী বিষয়ক প্রতিনিধি মোঃ আবুল বাশার উজ্জ্বল, সেবা ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মঞ্জশ্রী সরকার, মো. আব্দুল মতিন, জাহাঙ্গীর আলম, মঞ্জু শ্রী সরকার,সৈয়দা নাফিজা আক্তার, শ্রাবন্তী আক্তার,শাহমিনা আক্তার, রেহেনা আক্তার, দীপন কুমার দত্তসহ অন্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন,৪৮ বছরের ঐতিহ্য, সেবা ও অগ্রগতির প্রতীক এই অধিদপ্তরকে বিলুপ্ত করার যে প্রচেষ্টা চলছে তা নার্সিং পেশার স্বকীয়তা ও উন্নয়নের পরিপন্থী ও হীন অপচেষ্টা ছাড়া কিছুইনা।
বক্তারা আরো বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের নার্সিং প্রশাসন জনস্বাস্থ্য ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ২০১৬ সালে অধিদপ্তর গঠনের পরও এখনো নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেট-আপ ও ক্যারিয়ার পাথ ও জাতীয় নার্সিং কমিশন গঠনসহ নার্সদের অন্যান্য দাবি-দাওয়া পূরণ হয়নি। তদুপরি এধরণের জনস্বার্থ বিরোধী অপচেষ্টা চালানো খুবি দুঃখজনক। ফলে দীর্ঘদিন ধরে নার্সদের পদোন্নতি, বেতন-বৈষম্য নিরসন ও গবেষণায় অংশগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে।
বক্তারা বলেন,সরকারের উচিত হবে নার্সিং ও মিডওয়াইফারি পেশাকে যুগোপযোগী ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়া। তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে, স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর রক্ষা ও জাতীয় নার্সিং কমিশন গঠন। যুগোপযোগী নিয়োগবিধি ও অর্গানোগ্রাম অনুমোদন। বেতন বৈষম্য নিরসন ও ইনক্রিমেন্ট প্রদান। নার্সিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং অপ্রশিক্ষিত ভুয়া নার্স নির্মূল।
সঞ্চালক মোঃ উজ্জ্বল মিয়া মানববন্ধব কর্মসূচিতে তাদের প্রস্তাবিত ১০দফা দাবী উপস্থাপন করেন।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন,জনস্বার্থবিরোধী অপচেষ্টা অব্যাহত থাকলে সারাদেশব্যাপী কঠোর কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী নার্সরা নানা শ্লোগানে হাসপাতাল এলাকা প্রকম্পিত করেন।
Leave a Reply