1. admin@banglatv21.com : admin :
শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১১:৪৮ পূর্বাহ্ন

ভৈরবে স্বতন্ত্র প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন পত্র দাখিল

প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ১৫৩ বার পঠিত

 

ছাবির উদ্দিন রাজু ভৈরব কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

মনোনয়ন দাখিলের শেষ দিনে কিশোরগঞ্জ -৬ আসনে স্বতন্ত্র প্রার্থীসহ ৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। এদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বীর মুক্তি যোদ্ধা মোঃ শাহাবুদ্দিন ও এ্যাডঃ আঃ সাত্তার, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুল কাদের সোহেল এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী মোঃ আয়ুব হোসেন ও জাকের পার্টি মনোনীত আঃ হাকিম আজ বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ ও কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মর্তা সাদিয়া ইসলাম লুনা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহার নিকট তারা মনোনয়ন পত্র দাখিল করেছেন। এ সময় দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন । তবে এর আগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী টানা ৩ বারের সাংসদ নাজমুল হাসান পাপন, বাংলাদেশ সুপ্রীম পার্টির মনোনীত প্রার্থী হেলাল উদ্দিন বাচ্চু, বাংলাদেশ ইসলামি ফ্রণ্টের মনোনীত প্রার্থী হাজি রুবেল হোসেন মনোনয়ন দাখিল করেছেন। এ নিয়ে মোট ৮ জন প্রার্থী এ আসন থেকে মনোনয়ন পত্র দাখিল করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021-2023
Design By Raytahost